১৪৪ রান খুব বেশি নয়। একটু দেখে-শুনে খেললেই এই রান তাড়া করে ফেলা সম্ভব। প্রথম পর্বে ভালো খেলে আসা নেদারল্যান্ডসের আত্মবিশ্বাসও ছিল তেমন যে, বাংলাদেশের এই রান তাড়া পাড়ি দেবেই।
কিন্তু ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ম্যাচের প্রথম দুই বলে তাসকিন আহমেদের কাছ থেকে যে আগুনে গোলার মুখোমুখি হলো, তা ছিল তাদের কাছে অবিশ্বাস্য।
শুধু তাই নয়, শেষ দিকে এসে কলিন অ্যাকারম্যান যখন ম্যাচ বের করে আনছিলেন, তখনও ভয়ঙ্কর হয়ে ওঠা এই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনার মূল দায়িত্বটি পালন করেন তাসকিন। সব মিলিয়ে নিলেন ৪ উইকেট। ৪ ওভারে দিলেন ২০ রান।
যে কারণে ম্যাচ শেষে চোখ বন্ধ করে সেরার পুরস্কার তাসকিনের হাতে তুলে দেয়া হলো। তিনি হলেন ম্যান অব দ্য ম্যাচ। যোগ দিলেন তামিম, সাকিব, আশরাফুলদের ক্লাবে।