মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ছেঁড়া তার জোড়া লাগাতে গিয়ে প্রাণ গেলো স্বেচ্ছাসেবক দল নেতার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৫, ২০২২ ২:২৭ অপরাহ্ণ

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়ুন শেখ (২৪) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শোভারামপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হুমায়ুন শেখ শহরের হাবেলী গোপালপুর মহল্লার কলোনিপাড়া এলাকার আলমাস শেখের ছেলে। তার একটি ছেলে রয়েছে। হুমায়ুন শেখ ফরিদপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

স্থানীয় ও সংগঠন সূত্রে জানা গেছে, হুমায়ুন শেখ শহরের শোভারামপুর এলাকায় নতুন বাড়ি করে ওই বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। সোমবার (২৪ অক্টোবর) রাতে ঝড়ের সময় তার বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে যায়। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ওই এলাকা বিদ্যুৎবিহীন ছিল। ১১টার কিছু পরে বিদ্যুৎ না থাকায় বিদ্যুতের ছেঁড়া তার জোড়া দেওয়ার চেষ্টা করেন হুমায়ুন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল বলেন, ছেঁড়া তার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হুমায়ুন শেখের মৃত্যু হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত