মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

পার্বতীপুর মোটর মালিক সমিতির নেতাকে ছুরিকাঘাত, বাস চলাচল বন্ধ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৫, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ

দিনাজপুরের পার্বতীপুর মোটর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জার রহমান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে পার্বতীপুর উপজেলা মোটর পরিবহন মালিক গ্রুপ পার্বতীপুর থেকে পার্বতীপুর-দিনাজপুর, পার্বতীপুর-রংপুর, পার্বতীপুর-নীলফামারী ও পার্বতীপুর-ফুলবাড়ী রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকার রহমতনগর মোড়ে হেলমেট পরা একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ফয়জার রহমান পার্বতীপুরের ব্যবসায়ী মকবুল হোসেনের ছেলে।

পার্বতীপুর উপজেলা মোটর মালিক সমিতির সভাপতি এজেডএম মেনহাজুল হক জানান, এ ঘটনার জন্য দায়ীদের গ্রেফতার ও বিচার দাবিতে মোটর মালিক ও শ্রমিকরা পার্বতীপুর থেকে চারটি রুটে পরিবহন বন্ধ করে দিয়েছে। পার্বতীপুর উপজেলা পরিবহন মালিক গ্রুপ এবং মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - সারাদেশ