ব্রিটেনে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশের আগে রাজা চার্লসের সঙ্গে দেখা করতে বাকিংহাম প্যালেসে যাবেন ঋষি সুনাক।
বিবিসি জানিয়েছে, সাত সপ্তাহের মধ্যে তৃতীয় প্রধানমন্ত্রী দেখা যাচ্ছে ব্রিটেনে। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ১১ টা ৩৫ মিনিটে ডাউনিং স্ট্রিটের বাইরে ঋষি সুনাক প্রথম ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস আজ স্থানীয় সময় সকাল ৯টায় মন্ত্রিসভার বৈঠকে শেষবার সভাপতিত্ব করবেন।
এরপর সোয়া ১০টায় রাজার কাছে তার আনুষ্ঠানিক পদত্যাগ জমা দেওয়ার কথা।
গতকাল সোমবার টোরি এমপিদের দ্বারা নির্বাচিত হওয়ার পর ঋষি সুনাক সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রিটেন ‘গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জের’ মুখোমুখি হয়েছে। তবে সততার সঙ্গে তা মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি।