দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকা ধর্ষণ ও হত্যা মামলার আসামি আব্দুল মুনাফকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের জাদিমুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুনাফ ওই এলাকার মমতাজ মিয়ার ছেলে।
বুধবার সকালে কক্সবাজার র্যাব ১৫-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল মুনাফ পরিচয় গোপন করে সেখানে অবস্থান করছিল। গ্রেফতার মুনাফ ২০০৪ সালের ওই হত্যা মামলার সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করে এবং পরবর্তী সময় গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৮ বছর ধরে ভুয়া পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিল।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।