বৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নাটোরের বাগাতিপাড়া ভোক্তা অধিকার আইন অবহিতকরণ-বাস্তবায়ন বিষয়ে সেমিনার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৭, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ণ

নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, পৌর মেয়র এ. কে. এম শরিফুল ইসলাম লেলিন, জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, ফাগুয়ারদিয়াড় ইউপি চেয়ারম্যান এস এম লেলিন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সভাপতি আব্দুল মজিদ ও সেক্রেটারি আরিফুল ইসলাম তপু, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ দণ্ডের বিধান নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না, সাথে আমাদের সবাইকে সজাগ হতে হবে। পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও কোন ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করার পাশাপাশি আমাদের সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে।

 

সর্বশেষ - আইন-আদালত