সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অবলোকনের জন্য সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌদি গেমস-২০২২ এর আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে সেনাপ্রধান বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আমন্ত্রিত অতিথিদের সম্মানে আয়োজক কমিটির রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। এসময় তিনি সৌদি ন্যাশনাল গেমসের আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার সৌদি আরবের রিয়াদ শহরে অনুষ্ঠেয় সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অবলোকন করবেন সেনাপ্রধান।
সৌদি সফর শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফিরবেন তিনি।