বহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকা বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রাতিষ্ঠানিক কারিগরিতে প্রথম পদক পাওয়ায় টাঙ্গাইলে আনন্দ শোভাযাত্রা করেছে স্বজন সমাবেশ।
শনিবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপির নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের স্টাফ রিপোর্টার জাফর আহমেদ, পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার ও জহিরুল ইসলাম আজাদ, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা, হাতে খড়ি প্রিপ্রাইমারী স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের নেতারা।