মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ফেনীতে নারীদের জন্য ‘বিশেষ পরিবহন’, সুপারভাইজার-সহযোগীও নারী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

ফেনী পৌর শহরে যাতায়াতের সুবিধার্থে নারীদের জন্য বিশেষ পরিবহন চালুর ঘোষণা দিয়েছেন পৌরমেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

মঙ্গলবার (১ নভেম্বর) পৌরসভার মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মেয়র স্বপন মিয়াজী বলেন, নাগরিকদের চলাচলে ফেনী শহরে নাগরিক সিএনজি সেবা চালু আছে। আমরা খেয়াল করেছি, একই গাড়িতে নারী-পুরুষ একসঙ্গে চলাচল করতে নারীরা অস্বস্তি বোধ করেন ও নানা হয়রানির শিকার হন। তাই নারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য আলাদা বিশেষ পরিবহন থাকবে। সেই পরিবহনের সুপারভাইজার, সহযোগীরাও থাকবেন নারী। এতে নারীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন।

আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিশেষ এ পরিবহন উদ্বোধন করা হবে বলেও জানান পৌরমেয়র।

সর্বশেষ - আইন-আদালত