মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ভাঙ্গা থেকে পদ্মা সেতু অভিমুখে পরীক্ষামূলক ট্রেন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১, ২০২২ ১০:২৭ পূর্বাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে পদ্মা সেতু অভিমুখে পরীক্ষামূলকভাবে ট্রেন (গ্যাংকার) গিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকা থেকে পরীক্ষামূলক ট্রেনটি ছেড়ে যায়।

৩২ কিলোমিটার পাড়ি দিয়ে ট্রেনটি পদ্মা স্টেশন পার হয়ে পদ্মা সেতুর দক্ষিণে জাজিরার ভায়াডাক্টে পৌঁছায় দুপুর পৌনে ১টার দিকে।

ভাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন রেলপথ চালু হওয়ার আগে পরীক্ষামূলক এই গ্যাংকারটি ভাঙ্গা থেকে ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে পদ্মা সেতুর দক্ষিণে জাজিরার ভায়াডাক্টে পৌঁছায়।

ভাঙ্গা রেলস্টেশন সূত্রে জানা গেছে, বিশেষ আকৃতিতে নির্মিত পরীক্ষামূলক রেল ইঞ্জিন ট্রেনটি ‘গ্যাংকার’ নামে পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনী-সিএসসির (কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট) সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ‘ডর্প’ এটি বাস্তবায়ন করছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ জুন ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত