বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মৌলভীবাজারে অস্ত্রসহ ভারতীয় ৪ নাগরিক আটক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৩, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জে বাঘাছড়া চা বাগানে রাঙ্গে নামক স্থান থেকে অস্ত্রসহ ভারতীয় চার নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে বন্যপ্রাণী ত্রিপুরা রাজ্য থেকে ছয় ভারতীয় নাগরিক বাংলাদেশের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘা ছড়া চা বাগানে অনুপ্রবেশ করে। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

আটককৃতরা হলেন, সতিন্দ্র রিয়াং (২১) নিরঞ্জ রিয়াং (২৮) সম্রাট রিয়াং (২১) ও সুমিরন রিয়াং (৩১)। তাদের সঙ্গে আরও দু’জন ছিলেন। তারা পালিয়ে গেছে। তাদের কাছ থেকে মোট ছয়টি এক নলাকা বন্ধুক ও ১০টি কার্টিজ পাওয়া গেছে।

মৌলভীবাজারে অস্ত্রসহ ভারতীয় ৪ নাগরিক আটক

স্থানীয় চেয়ারম্যান সোলেমান মিয়া জাগো নিউজকে বলেন, লোকজন নিয়ে তাদের আটকের পর থানায় জানানো হয়। পুলিশ তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্তী বলেন, তারা হয়তো বন্যপ্রাণি শিকারের জন্য ত্রিপুরা থেকে অবৈধ অনুপ্রবেশ করেছিলেন।

সর্বশেষ - আইন-আদালত