ঢাকার নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের পানালিয়া এলাকা থেকে সুমা আক্তার ও মো. হৃদয়কে ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত সুমা পানালিয়া গ্রামের বাবু ভূইয়ার স্ত্রী ও হৃদয় শোল্লা ইউনিয়নের মদনমহনপুর এলাকার হাজি ইব্রাহীমের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি এসআই মৃত্যুঞ্জয় কুমার নিশ্চিত করেন।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, নবাবগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে রাত-দিন। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে মাদক আইনে মামলা দিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে।