দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেয়েছে অ্যাকোয়ালিংক বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অ্যাকোয়ালিংকসহ মোট ৬৮ প্রকল্পের প্রতিনিধির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অ্যাকোয়ালিংক শিল্প (HC-1) বিভাগে সেন্সোমিটার উদ্ভাবনের জন্য বিজয়ী হিসেবে এ পুরস্কার পেয়েছে।
দেশের তথ্যপ্রযুক্তি খাতের উদ্ভাবনীমূলক পণ্য ও সেবাপ্রকল্পকে স্বীকৃতি দিতে এবারের আসরে ৩৬টি ক্যাটাগরিতে ৬৮টি পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত সেরা প্রকল্পগুলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডস’র আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে।
বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
এদিকে অ্যাকোয়ালিংক জানিয়েছে, সেন্সোমিটার হলো একটি ইন্ডাস্ট্রিয়াল-গ্রেড সার্বজনীন IOT গেটওয়ে ডিভাইস, যার হার্ডওয়্যার এবং সফটওয়্যার অ্যাকোয়ালিংক টিম দেশে তৈরি করে। সেন্সোমিটার সব ধরনের সংবেদনশীল শিল্পের জন্য উপযুক্ত, যেখানে পরিবেশগত ডেটা যেমন (বাতাস, জল, মাটি, শক্তি, ইত্যাদি) নিরীক্ষণ ও বজায় রাখার জন্য কাজ করে। সেন্সোমিটার ক্লাউড সার্ভারের মাধ্যমে রিয়েল-টাইম ডেটা নিরীক্ষণের পাশাপাশি বৈদ্যুতিক সরঞ্জামগুলো স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে।
অ্যাকোয়ালিংক বাংলাদেশ লিমিটেড ২০১৯ সালে যাত্রা শুরু করে এবং প্রতিষ্ঠাকাল থেকে শিল্পকারখানার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার নিজেরা দেশে উৎপাদন করে আসছে।