উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীরা উড়োজাহাজের আরোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
বুকোবা বিমানবন্দরের রানওয়ের এক প্রান্ত ভিক্টোরিয়া লেক–লাগোয়া। জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত কর্মীরা রশি দিয়ে এটিআর-৪২ মডেলের উড়োজাহাজটি লেক থেকে তুলে আনার চেষ্টা করছেন।
আঞ্চলিক কর্মকর্তা আলবার্ট চালামিলা বলেন, ‘যদি আমরা দেখি যে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার মাটিতে আটকে আছে, তাহলে উড়োজাহাজটি তুলে আনার জন্য আরও সহযোগিতার প্রয়োজন হবে।’
আরোহীদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৩ জন। উড়োজাহাজটির দুই বৈমানিকের খোঁজ পাওয়া গেছে। তাঁরা ককপিটে আটকা পড়েছেন।
উড়োজাহাজটি তানজানিয়ার সবচেয়ে বড় শহর দার এস সালাম থেকে মাঞ্জা এলাকা হয়ে বুকোবায় আসে। এ সময় সেটি ঝড় ও ভারী বৃষ্টির কবলে পড়েছিল বলে খবর বেরিয়েছে।
প্রিসিশন এয়ার তানজানিয়ার বৃহত্তম বেসরকারি বিমান পরিবহন সংস্থা। এতে কেনিয়া এয়ারওয়েজেরও বিনিয়োগ রয়েছে। ১৯৯৩ সাল থেকে কাজ শুরু করা প্রিসিশন এয়ার অভ্যন্তরীণ ও আঞ্চলিক ফ্লাইট পরিচালনা করে।