রবিবার , ৬ নভেম্বর ২০২২ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মানুষের কাছে প্রয়োজনীয় জিনিস সহজলভ্যে ভূমিকা রাখে বিপণন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৬, ২০২২ ৪:৫৭ পূর্বাহ্ণ

বিপণন বিশ্বের মানুষের কাছে প্রয়োজনীয় জিনিসগুলো সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৃতীয় ওয়ার্ল্ড মার্কেটিং সামিট (ইডব্লিওএমএস) উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি। রোববার থেকে এই সামিট শুরু হচ্ছে। চলবে সোমবার পর্যন্ত।

সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি জেনে আনন্দিত যে ওয়ার্ল্ড মার্কেটিং সামিট হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন যে, সম্মেলনটি সমাজে ইতিবাচক প্রভাব আনতে বর্তমান বিশ্ব বাজার পরিস্থিতির ওপর আলোকপাত করবে।

প্রধানমন্ত্রী বলেন, মহামারি ও যুদ্ধ উভয়ের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় যা আমদানিনির্ভর দেশগুলোকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলেছে। বিপণন একটি শৃঙ্খল যা সারা বিশ্বের মানুষের কাছে প্রয়োজনীয় জিনিসগুলো সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন, আমাদের সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসা, উদ্যোক্তা, ই-কমার্স, আইটি সেক্টর ইত্যাদি ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

এসময় তৃতীয় বিশ্ব বিপণন সম্মেলনের সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর: বাসস

সর্বশেষ - সারাদেশ