রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে ২৭ ডিসেম্বর।
সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। বাছাই ১ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৮ ডিসেম্বর।
এদিকে পাঁচ পৌরসভার নির্বাচনেরও তফসিল ঘোষণা করা হয়েছে। এগুলো মনোনয়নপত্র দাখিল ১ ডিসেম্বর। বাছাই ৩ ডিসেম্বর। প্রত্যাহার ১০ ডিসেম্বর।
ভোট ২৯ ডিসেম্বর।