ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জার সঙ্গে সুখের সংসার পেতেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক।
হঠাৎ গুঞ্জন শোনা যাচ্ছে তাদের সম্পর্কে চিড় ধরেছে। দুজন নাকি এক ছাদের নিচে থাকছেন না।
অবশেষে এ নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। খবর এনডিটিভির।
এতে তিনি লিখেছেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়, আল্লাহকে খুঁজতে?’ তার এ রহস্য ঘেরা স্ট্যাটাসের পরই সবাই আঁচ করতে পারছেন শোয়েব মালিকে সঙ্গে তার দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে।
সম্প্রতি সানিয়া মির্জার পোস্ট করা ছবিতে তার সঙ্গে শুধু তার চার বছর বয়সি ছেলেকেও দেখা গেছে। তবে শোয়েব মালিকের সঙ্গে তার কোনো ছবি আর পোস্ট করতে দেখা যাচ্ছে না।
এ কারণে ভক্তরাও ধরে নিয়েছেন, এ তারকা দম্পতির দাম্পত্য জীবনে ঝড় বইছে।
তবে সানিয়া মির্জা বা শোয়েব মালিক—কেউই এ নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে সানিয়া মির্জার স্ট্যাটাস থেকে ভক্তরা তাদের বিচ্ছেদের অনুমান করে নিচ্ছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জাংসহ।বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে— দুজনের সম্পর্কে ফাটলের অন্যতম কারণ নাকি দেশটির অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠতা।
২০২১ সালে একটি ম্যাগাজিনের জন্য ফটোশুটে একসঙ্গে দেখা গিয়েছিল শোয়েব ও আয়েশাকে। তার পর থেকেই নাকি অভিনেত্রীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন পাক ক্রিকেটার।
ফটোশুটের ছবিগুলোতে শোয়েব ও আয়েশাকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। পুলের জলে নেমে দুজন সিক্ত শরীরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন।
পাক অভিনেত্রীর সঙ্গে শোয়েবের এমন ঘনিষ্ঠ ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন— দুজনের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠেছে কিনা।
পুলের পানিতে শোয়েবের সঙ্গে রীতিমতো রোমান্সে মজেছিলেন অভিনেত্রী আয়েশা। গাঢ় কমলা রঙের পোশাকে উষ্ণতা ছড়িয়েছিলেন তিনি। তাকে জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন শোয়েব। তার পরনে ছিল হালকা বেগুনি রঙের শার্ট।