শনির দশা যেন কাটছেই না রিয়াল মাদ্রিদের। বরং, আরও বাড়ছে। আগের ম্যাচেই ঘরের মাঠে জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। এবার ড্র করা নয়, হেরেই গেলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। রায়ো ভায়োকানোর মাঠে গিয়ে ৩-২ গোলে হেরে এলো রিয়াল।
দলের নিয়মিত স্ট্রাইকার, সদ্য ব্যালন ডি’অর জয়ী ফরাসি তারকা করিম বেনজেমাকে ছাড়াই মাঠে নেমেছিলো রিয়াল মাদ্রিদ। এছাড়া লাল কার্ডের নিষেধাজ্ঞার কারণে মাঠে নামা হয়নি জার্মান মিডফিল্ডার টনি ক্রুসেরও। ভায়োকানোর বিপক্ষে এ হার নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের এটি দ্বিতীয় হার।
বার্সেলোনাকে পেছনে ফেলে শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়ালের। কিন্তু আগের ম্যাচে ২ এবং ভায়োকানোর বিপক্ষে ৩, দুই ম্যাচে মোট ৫ পয়েন্ট হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। ১৩ ম্যাচে ১০ জয়, ২ ড্র এবং ১ হারে ৩২ নিয়ে পয়েন্ট তাদের। সমানসংখ্যক ম্যাচ খেলে দুই পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। এছাড়া ১৩ ম্যাচ খেলে ৬ টি জয়, ৩ টি ড্র ও ৪ হারে তালিকার অষ্টম স্থানে রয়েছে ভায়েকানো।
ভায়োকানোর মাঠে খেলতে নেমে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ শুরু করে। তবে তীব্র আক্রমণের মুখে প্রথম সফলতা পায় ভায়োকানো। ম্যাচের ৫ মিনিটের মাথায় বাম পাশ থেকে ভায়োকানো মধ্যমাঠের খেলোয়াড় আলভারো গার্সিয়া রিয়াল বক্সে বল বাড়ায় সান্তিয়াগো কমেসনার উদ্দেশ্যে। কমেসনা ঠিক ঠাক বল পেয়ে বরাবর শট করে গোলরক্ষক কর্তোয়াকে পরাস্ত রিয়ালের জালে জড়ায় বল।
গোল হজম করে রিয়াল শোধ করতে মরিয়া হয়ে ওঠে, অন্যদিকে ভায়োকানোও চালাতে থাকে আক্রমণ। খেলার ৩৩ মিনিটের মাথায় মাদ্রিদের উরুগুইয়ান মিডফিল্ডার ভালভার্দে বল ভায়োকানো বক্সে পাস দেয় স্প্যানিস ফরোওয়ার্ড মার্কো আসেনসিওর উদ্দেশ্যে। তবে সেখানে আসেনসিওকে ফাউল করা হয়। রেফারি ভিএআর চেক করে পেনাল্টি দেয় রিয়াল মাদ্রিদকে। ৩৭তম মিনিটে স্পট কিক থেকে বলটি জালে জড়ান ক্রোশিয়ান খেলোয়ার লুকা মদ্রিচ।
সমতায় ফেরার তিন মিনিটের মাথার ফের গোল করে এগিয়ে যায় আনচেলত্তির শিষ্যরা। ৪০তম মিনিটে আসেনসিওর করা দারুন এক কর্নার কিক থেকে হেড দিয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিটাও।
তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি ভায়েকানো। ৪৪তম মিনিটে এবার নিজেই গোল করেন ভায়োকানোর প্রথম গোলের এসিস্ট দাতা। রিয়ালের ডি-বক্সে বল পেয়ে বাম পাশ থেকে জোরালো শট নেন গার্সিয়া। শটটি কর্তোয়ার গায়ে লেগে জড়িয়ে যায় জালে। এ গোলের পর ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে নিজেদের মাঠে জয়ের জন্য মরিয়া হয়ে উঠে ভায়োকানো। আক্রমণ চালাতে চালাতে ৬৫তম মিনিটে কার্ভাহালের ভুলে পেয়েও যায় পেনাল্টি। আর সেখানেই গোলটি করে নিজেদেরে জয় নিশ্চিত করে ভায়োকানো। ডি-বক্সের ভিতরে বল আটকাতে গিয়ে হাতে লাগায় কার্ভাহাল ভিএআর চেক করে ভায়েকানোকে দেয়া হয় পেনাল্টি।
প্রথমে পেনাল্টি শট নিলে আটকে দেন কর্তোয়া। তবে বিপত্তি বাধে কর্তোয়ার পা গোল লাইন থেকে বাইরে থাকা। তাই ফের স্পট কিক নেন আর্জেন্টাইন খেলোয়াড় অস্কার ত্রেজো। এবার আর বল ফেরাতে পারেনি কর্তোয়া। এ গোলেই ২০১৯ সালের এপ্রিলের পর নিজেদের মাঠে প্রথম রিয়ালকে হারালোভায়েকানো।