কিয়েভের বাহিনী মঙ্গলবার দক্ষিণ ইউক্রেনের দুটি রুশ গোলাবারুদের গুদাম ধ্বংস করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।
বুধবার দক্ষিণ ইউক্রেনের অপারেশনাল কমান্ডের ফেসবুকে এসব কথা বলেন। খবর সিএনএনের।
বিবৃতিতে বলা হয়, ধ্বংস করা গুদামগুলো স্নিহুরিভকা, মাইকোলাইভ অঞ্চল এবং প্রতিবেশী খেরসনের কোস্ট্রোমকা অঞ্চলের ছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ইউক্রেনজুড়ে রুশদের ক্ষতি হওয়া অস্ত্র তালিকা করা হয়েছে, যার মধ্যে রয়েছে চারটি ট্যাংক, একটি ‘টর-এম২’ যেটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, একটি ‘অ্যাকিয়া’ স্বচালিত হাউইটজার, দুটি মর্টার এবং ৯টি সাঁজোয়া যান।
কমান্ড স্ট্যাটাসে আরও বলা হয়েছে, এই অঞ্চলে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৫ রুশ সেনা নিহত হয়েছেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের হয়ে যুদ্ধ করা কর্মীদের খুঁজে বের করছে এবং মোবাইল টাওয়ার ভেঙে তথ্যের চ্যানেলগুলোকে ব্যাহত করার চেষ্টা করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ দখলকারীরা স্থানীয় জনগণের জন্য অসহনীয় জীবনযাত্রার পরিস্থিতি তৈরি করছে।