ইংরেজি ‘ইনস্ট্যান্ট কারমা’ শব্দটির যথার্থ বাংলা শব্দার্থ খুঁজে পাওয়া কঠিন। তবে ‘অন্যের জন্য কূপ খুড়লে তাতে নিজেই পড়তে হয়’- এই প্রবাদটির সঙ্গে অনেকটা মিল রয়েছে। এ ধরনের ঘটনার উদাহরণও কম নেই। সেই তালিকায় যোগ হয়েছে নতুন একটি ভাইরাল ভিডিও।
মাত্র নয় সেকেন্ডের ছোট্ট ওই ভিডিও ক্লিপে দেখা যায়, ব্যস্ত রাস্তায় পাশাপাশি চলছে দুটি স্কুটি। এর একটি চালাচ্ছে এক মেয়ে। আরেকটিতে চালকের আসনে বসা একটি ছেলে এবং যাত্রীর আসনে আরেকটি মেয়ে।
এসময় পেছনে বসে থাকা মেয়েটি অন্য স্কুটিতে থাকা মেয়েটিকে হঠাৎ লাথি মারার চেষ্টা করে। কিন্তু কপাল মন্দ! ব্যর্থ হয়ে উল্টো নিজেই রাস্তার মধ্যে চিৎ হয়ে পড়ে যায়।
এবার অবশ্য কপাল ভালো! পড়ে গিয়ে বড় কোনো ক্ষতি হয়নি তার। কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়াতে দেখা যায় তাকে। আর স্কুটিচালক ছেলেটি দাঁড়িয়ে পড়ে কিছুটা সামনে গিয়ে।
তবে যাকে লাথি মারার চেষ্টা করেছিল মেয়েটি, সে না দাঁড়িয়ে সোজা স্কুটি চালিয়ে চলে যায়। আর এ পুরো ঘটনার ভিডিও রেকর্ড করা হয়েছে পেছনে থাকা একটি গাড়ি থেকে।
ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। ভিডিওটি প্রথমে রেডিটে শেয়ার করা হয়েছিল। সেখান থেকে ছড়িয়ে পড়েছে অন্যান্য মাধ্যমগুলোতেও।
এসব পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন বহু মানুষ। তাদের বেশিরভাগেরই মন্তব্য, উচিত কাজ হয়েছে!
একজন ক্যাপশনে লিখেছেন, ‘ইনস্ট্যান্ট কারমা!’ আরেকজন বলেছেন, ‘হা হা হা, তার যা প্রাপ্য ছিল তা পেয়েছে।’ তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, ‘পেছনের ব্যাগটাই তার পিঠ বাঁচিয়ে দিয়েছে।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস