শুক্রবার , ১১ নভেম্বর ২০২২ | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. dating and marrige
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উপ-সম্পাদকীয়
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশগ্রাম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

জিমে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতা সিদ্ধান্তের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১১, ২০২২ ৪:২১ অপরাহ্ণ

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী মারা গেছেন। শুক্রবার (১১ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মাত্র ৪৬ বছর বয়সে চলে গেলেন ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত এ অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জিমনেসিয়ামে ব্যায়াম করছিলেন সিদ্ধান্ত বীর। সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধান্ত বীর দীর্ঘ দুই দশক ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ‘কুসুম’, ‘ওয়ারিশ’, ‘সূর্যপুত্র কর্ণ’-এর মতো সিরিয়ালে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

‘কুসুম’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তবে দর্শকদের হৃদয়জয় করেন একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি কি’-এ অভিনয়ের মাধ্যমে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্তের মৃত্যুর খবর প্রথম জানান সহকর্মী জয় ভানুশালি। তিনি সিদ্ধান্তের ছবি পোস্ট করে লেখেন, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলো’।

এ অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির আরও অনেকে।

সর্বশেষ - সারাদেশ