ঢাকাই ছবির সুপারস্টার নায়ক শাকিব খানের শুটিং রিসোর্টে চুরির চেষ্টা চালানো হয়েছে।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গাজীপুরের পূবাইলের ৪১নং ওয়ার্ডের হাঁড়িবাড়ির টেক এলাকায় অবস্থিত জান্নাত শুটিং রিসোর্টে চুরির চেষ্টার ঘটনাটি ঘটে।
রিসোর্টে পরিত্যক্ত টিনের ছাপড়াঘরে থাকা নষ্ট বৈদ্যুতিক জেনারেটরটি খুলে আমগাছে রশি বেঁধে সীমানাপ্রাচীরের বাইরে নিতে চেষ্টা করে চোরেরা। গভীর ঘুমের ঘোরে মগ্ন থাকায় শাকিবের রিসোর্টের দুই কেয়ারটেকার সম্রাট ও ফিরোজ বিষয়টি টের পাননি।
ঘটনার সময় রিসোর্টের পেছনের বাড়ির ঠিকাদার আজিম কাজ শেষে বাড়ি ফিরছিলেন। প্রাচীরঘেঁষা আমগাছে রশি বাঁধা ঝুলন্ত জেনারেটর দেখতে পান তিনি। গাছে ৩-৪ জন চোরও দেখতে পান। তিনি চিৎকার করলে প্রতিবেশী সোহেলসহ অনেকে ঘটনাস্থলে চলে আসেন। অবস্থা বেগতিক দেখে চোরেরা শাকিবের রিসোর্টের ভেতরের দিকের ছোট্ট টিনের গেট দিয়ে পালিয়ে যায়। চোরেরা চুরির কাজে ব্যবহৃত কিছু মালামাল রেখে গেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রিসোর্টের ভেতরে-বাইরে নিরাপত্তার জন্য কোনো নিরাপত্তা লাইট, সিসি ক্যামেরা নেই। নিরাপত্তাকর্মীদেরও দেখা মেলেনি। শুধু গেটের বাইরে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশের কথা ও কেয়ারটেকার সম্রাটের মোবাইল নাম্বারটি লেখা রয়েছে। কিন্ত অনুমতি নেওয়ার কোনো লোকই খুঁজে পাওয়া যায়নি।
পরে ঘটনার বিষয়ে রিসোর্টের কেয়ারটেকার সম্রাট যুগান্তরকে বলেছেন, ঘটনার রাতে শাকিব খান রিসোর্টে ছিলেন না। তিনি এখন আমেরিকায়। দেড় মাস আগে এসেছিলেন এখানে।
পূবাইল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম যুগান্তরকে জানান, নায়ক শাকিব খানের শুটিং রিসোর্টে চুরির চেষ্টার কিছু আলামত জব্দ করেছি। তদন্ত চলছে।