গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎচালিত সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবুর রহমান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মজিবুর রহমান (৩৫) জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আবুল হোসেনের ছেলে।
নিমাইচালা গ্রামের সমাজকর্মী আকতার হোসেন সরকার জানান, নিহত মজিবুর রহমান কৃষি কাজ করেন। শনিবার সকালে বাড়ির পাশের কলাবাগানে সেচযন্ত্রের মাধ্যমে পানি দিতে বিদ্যুৎ চালিত মোটর চালু করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় কেউ জানাননি। বিস্তারিত খোঁজ খবর নেওয়া হবে।