ফরিদপুরের নগরকান্দায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ শিশু তামিমা আক্তার (৬ মাস) মারা গেছে।
রোববার (১৩ নভেম্বর) ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যা। তামিমা নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড় পাইককান্দী গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ৭ নভেম্বর দুপুরের দিকে চলন্ত অবস্থায় চার্জার ফ্যান বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয় শিশু তামিমা। তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
তামিমার বাবা ইসমাইল হোসেন বলেন, ৭ নভেম্বর দুপুরে তামিমার মা তাকে ঘুম পাড়িয়ে মাথার কাছে চার্জার ফ্যান চালিয়ে পাশের বাড়িতে যায়। এ সময় ফ্যানে আকস্মিক শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনে ফ্যানটি গলে এক পর্যায়ে বিছানায় আগুন ধরে যায়। মারাত্মক আহত অবস্থায় আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তামিমা মারা যায়।