নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার বিকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাগলা নৌ পুলিশের এসআই শাহজাহান সাজু জানান, শনিবার বিকালে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় কচুরিপানার সঙ্গে ভাসছিল অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের লাশ। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে।
তবে লাশ বেশ কিছুদিন আগের হওয়ায় লাশের চেহারা বিকৃত হয়ে গিয়েছে। নিহত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ও সাদা ফতুয়া।
এরআগে গত বুধবার দুপুরে ফতুল্লার ফাজিলপুর এলাকার কাছ থেকে বুড়িগঙ্গায় ভাসমান অবস্থা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পাগলা নৌ পুলিশ। ওই লাশের পরিচয় এখনো পায়নি পুলিশ।