কক্সবাজারভিত্তিক মাদক সিন্ডিকেটের মূলহোতা মো. শফিক, তার সাবেক স্ত্রী মরিয়ম বেগম ওরফে সুমিসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)। এদের মধ্যে সুমি নিজেকে ক্রাইম রিপোর্টার ও টিভি আর্টিস্ট দাবি করেন।
রোববার (১৩ নভেম্বর) রাতে জাগো নিউজকে এ তথ্য জানান ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে শফিক ও তার সাবেক স্ত্রী মরিয়ম বেগম ওরফে সুমিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মো. শফিক কক্সবাজারভিত্তিক মাদক সিন্ডিকেটের মূলহোতা বলে জানা গেছে। এছাড়া মরিয়ম বেগম ওরফে সুমি নিজেকে ক্রাইম রিপোর্টার ও টিভি আর্টিস্ট পরিচয় দিয়েছেন।