মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. Best Reviewed Dating Sites
  2. Crypto News
  3. dating and marrige
  4. Dating Game Rules
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. উপ-সম্পাদকীয়
  9. কৃষি ও প্রকৃতি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. চাকরি
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. তথ্যপ্রযুক্তি

জি-২০ সম্মেলনে বিশ্বনেতারা, ইউক্রেন যুদ্ধ কি বন্ধ হবে?

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৫, ২০২২ ৭:৩৬ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর দুদিনের জি২০ সম্মেলন মঙ্গলবার শুরু হয়েছে।

ইউক্রেন যুদ্ধের কারণে বিভক্তি সত্ত্বেও বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে জোটকে সহায়তা করার পদক্ষেপ নিতে স্বাগতিক ইন্দোনেশিয়ার জানানো আহ্বানের মধ্য দিয়ে এ সম্মেলন শুরু হয়।  খবর রয়টার্সের।

সম্মেলনে বিশ্বনেতৃবৃন্দকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দেওয়ার দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে চাপে কাজ হবে কিনা, তথা যুদ্ধ বন্ধ হবে কিনা; সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী।

ব্রাজিলে থেকে ভারত, সৌদি আরব থেকে জার্মানিসহ জি-২০ ভুক্ত দেশগুলো বিশ্বের মোট দেশজ পণ্যের ৮০ শতাংশেরও বেশি উৎপাদন করে।

এ জোটের সদস্য দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করে এবং বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ এসব দেশে বাস করে।

এ সম্মেলনের আগে একটি ইতিবাচক ঘটনা ছিল— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তিন ঘণ্টাব্যাপী দ্বিপক্ষীয় বৈঠক।

সোমবারের এ বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে পার্থক্য সত্ত্বেও আরও ঘন ঘন যোগাযোগের প্রতিশ্রুতি দেন।

বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই প্রথম এ দুই নেতা মুখোমুখি বৈঠকে মিলিত হলেন। সম্প্রতি এ দুই সুপারপাওয়ারের দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হলেও এ বৈঠকে তার উন্নতি হওয়ার ইঙ্গিত মিলেছে।

 

facebook sharing button

সর্বশেষ - সারাদেশ