বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আবার ভােটের লড়াইয়ে হার ট্রাম্প-ঘনিষ্ঠ পেলিনের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৪, ২০২২ ৭:৪১ পূর্বাহ্ণ

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের পর রাজনীতির মঞ্চে ফেরার চেষ্টায় আবার হেরে গেছেন। প্রায় সব ভোট গণনার পর স্থানীয় সময় বুধবার রাতে ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সারাহ পেলিনের চেয়ে ২৪ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন।

প্রত্যন্ত রক্ষণশীল অঙ্গরাজ্য আলাস্কার প্রতিনিধি পরিষদের একমাত্র আসনের লড়াইয়ে পেলিন ডেমোক্র্যাট প্রার্থী পেলটোলার কাছে তিন মাসের মধ্যে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেলেন। আগের প্রতিনিধির ছেড়ে দেওয়া আসনে আগস্টের উপনির্বাচনে প্রথম দফা ভােটেও হেরে যান ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পেলিন।

অঙ্গরাজ্যটির রিপাবলিকান সিনেটর লিসা মুরকোস্কি ট্রাম্প-সমর্থিত নিজ দলীয় প্রতিদ্বন্দ্বী কেলি শিবাকাকে পরাজিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

কোন দল কংগ্রেস নিয়ন্ত্রণ করবে তার ওপর এই ফল অবশ্য কোনো প্রভাব ফেলবে না। পেলিনের দল রিপাবলিকানরা এখনো প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে থাকবে। ডেমোক্র্যাটরা ধরে রেখেছে সিনেটের নিয়ন্ত্রণ।

আলাস্কার ভােটের ফল জানতে দুই সপ্তাহ লেগে যায়, কারণ অঙ্গরাজ্যটি ভােটে একটি নতুন পদ্ধতি ব্যবহার করেছে। এতে এক আসনে একই দলের একাধিক প্রার্থীর লড়াইয়ের সুযোগ রয়েছে।

গত আগস্টের উপনির্বাচনে মেরি পেলটোলা তিন শতাংশ ভােটে আসনটি জিতেছেন, যা ছিল আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর পেলিনের বিরুদ্ধে তার প্রথম জয়।

একটি রক্ষণশীল রাজ্যে ডেমোক্র্যাটদের জয় উল্লেখযোগ্য ঘটনা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে দশ শতাংশ ভােটে এখানে জিতেছিলেন। আসনটি দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে রিপাবলিকানদের দখলে ছিল।

আয়তনে বিশাল হলেও জনসংখ্যা নগণ্য বলে মার্কিন প্রতিনিধি পরিষদে আলাস্কা অঙ্গরাজ্যের আসন মাত্র একটি। আয়তনে এটি দেশের সবচেয়ে বড় কংগ্রেস আসন।

সূত্র : বিবিসি, ফোর্বস

সর্বশেষ - দেশজুড়ে