শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

তৃণমূলকে হটাতে বাম–কংগ্রেসের হাত ধরতে চান মিঠুন চক্রবর্তী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৬, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ

প্রচারের কাজে পুরুলিয়া, বাঁকুড়া সফর শেষে আজ আসানসোলে আসেন মিঠুন। সেখানে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারাতে প্রয়োজনে বাম ও কংগ্রেসের হাত ধরে নির্বাচনে লড়ার পক্ষে আমি। এটা আমার নিজের কথা, দলের নয়। আমি দলের মুখপাত্র নই, তাই আনুষ্ঠানিকভাবে বলতে পারি না। এটা আনুষ্ঠানিকভাবে বলা যায় না।’

মিঠুন বলেন, ‘সিপিএমকে হারাতে এই রাজ্যে সব দল একজোট হয়েছিল সেদিন। বিজেপি তখন ছোট দল হলেও সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিল। তাই পঞ্চায়েত নির্বাচনে একজোট হতে পারলে তৃণমূলকে হারানো সম্ভব। শুধু পঞ্চায়েত কেন, জাতীয় নির্বাচনেও হারানো যাবে তৃণমূলকে। এমনকি এই রাজ্যের শাসনক্ষমতায় চলে আসতে পারে বিজেপি।’

আসানসোলের সংবাদ সম্মেলনে মিঠুনের পাশে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মিঠুনের এই মন্তব্যের পর তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, মিঠুন চক্রবর্তী শেষ পর্যন্ত স্বীকার করে নিলেন, এই রাজ্যে কোনো দলেরই তৃণমূলকে পরাস্ত করা সম্ভব নয়।

সর্বশেষ - দেশজুড়ে