সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. Best Reviewed Dating Sites
  2. Crypto News
  3. dating and marrige
  4. Dating Game Rules
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. উপ-সম্পাদকীয়
  9. কৃষি ও প্রকৃতি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. চাকরি
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. তথ্যপ্রযুক্তি

স্বামীকে হত্যার পর লাশ ১০ টুকরা করে ফ্রিজে, দিল্লিতে নারী গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৮, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ

দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পূর্ব দিল্লির পাণ্ডবনগর এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করেছে। শ্রদ্ধা ওয়াকারকে হত্যার পর ৩৫ টুকরা করার অভিযোগে তাঁর প্রেমিক আফতাব পুনেওয়ালাকে গ্রেপ্তারের কয়েক দিনের মাথায় নতুন এ হত্যার খবর জানা গেল।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার নারী ও তাঁর ছেলে। এ নারীর নাম পুনম। তাঁর স্বামী অঞ্জন দাস পুনমের গয়না বিক্রি করে সে অর্থ বিহার রাজ্যে বসবাসরত তাঁর প্রথম পক্ষের স্ত্রীর কাছে পাঠান। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে অঞ্জন দাসের আট সন্তান আছে। এ কথা জানার পর খেপে যান পুনম।

এরপর পুনম তাঁর আগের পক্ষের সন্তান দীপককে সঙ্গে নিয়ে স্বামী অঞ্জন দাসকে হত্যার পরিকল্পনা করেন। পুনমের আগের স্বামী ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৭ সালে মারা যান। এরপর অঞ্জন দাসের সঙ্গে বসবাস শুরু করেন। দীপক পুলিশকে জানান, তিনি হত্যা পরিকল্পনায় রাজি হন। কারণ, অঞ্জন তাঁর স্ত্রীকে হেনস্তা করেছিলেন।

অভিযুক্ত ব্যক্তিরা পুলিশকে বলেছেন, গত জুনে তাঁরা অঞ্জন দাসকে হত্যা করেন। তাঁরা প্রথমে অঞ্জনের খাওয়ার পানিতে ওষুধ মেশান। সে পানি খেয়ে অঞ্জন অবচেতন হলে তাঁকে হত্যা করেন। এরপর লাশ খণ্ড খণ্ড করে ফ্রিজে রাখেন। কিছুদিন পর সেগুলো সরিয়ে ফেলেন। পুলিশ বলেছে, মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ