শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কোয়ার্টারে ওঠার লড়াইয়ে ডাচদের সামনে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২২ ৪:৩৪ পূর্বাহ্ণ

গ্রুপপর্বে অপেক্ষাকৃত সহজ দুই প্রতিপক্ষকে হারিয়ে নকআউটে নাম লিখিয়েছে নেদারল্যান্ডস। তাদের সামনে আজ (শনিবার) যুক্তরাষ্ট্র-পরীক্ষা।

খলিফা ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে লড়বে দুই দল। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপপর্বে তিন ম্যাচে এক জয় আর দুই ড্র নিয়ে ওয়েলস আর ইরানকে পেছনে ফেলে দ্বিতীয়পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে তারা ১-১ গোলে ড্র করে ওয়েলসের সঙ্গে, পরের ম্যাচে ইংল্যান্ডকে রুখে দেয় ০-০ সমতায়। শেষ ম্যাচে ইরানকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপে রানারআপ হয় যুক্তরাষ্ট্র।

অন্যদিকে নেদারল্যান্ডস ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে পা রেখেছে। তিন ম্যাচের দুটিতে জয়, একটিতে ড্র করেছে তারা। প্রথম ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারানোর পর ইকুয়েডরের সঙ্গে ১-১ ড্র করে। শেষ ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ হারায় ডাচরা।

ফিফা র‌্যাংকিংয়ের হিসেবে যুক্তরাষ্ট্রের থেকে বেশ এগিয়ে আছে নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের র‌্যাংকিং ১৬, নেদারল্যান্ডসের ৮।

তবে দুই দলের মুখোমুখি একমাত্র লড়াইয়ে সেই র‌্যাংকিংয়ের ছাপ পড়েনি। ২০১৫ সালে প্রীতি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপের ইতিহাস অবশ্য বেশ সমৃদ্ধ নেদারল্যান্ডসের। ১১ বার বিশ্বকাপ খেলা ডাচরটা ফাইনাল খেলেছে তিনটি (১৯৭৪, ১৯৭৮, ২০১০)। যদিও একবারও জিততে পারেনি, প্রতিবারই স্বপ্নভঙ্গ হয়েছে রানারআপ হয়ে।

অন্যদিকে ১১ বার বিশ্বকাপ খেলেছে যুক্তরাষ্ট্রও। তাদের সেরা সাফল্য সেই ১৯৩০ সালে। সেবার তৃতীয় স্থান অধিকার করেছিল দলটি।

আজ নকআউটের লড়াইয়ে পরিষ্কার ফেবারিট নেদারল্যান্ডসই। তবে এবার লুইস ফন গালের দল গ্রুপপর্বে বড় পরীক্ষায় পড়েনি। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র কেমন চ্যালেঞ্জ উপহার দেয় ডাচদের, সেটাই এখন দেখার।

সর্বশেষ - দেশজুড়ে