বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. Best Reviewed Dating Sites
  2. Crypto News
  3. dating and marrige
  4. Dating Game Rules
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. উপ-সম্পাদকীয়
  9. কৃষি ও প্রকৃতি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. চাকরি
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. তথ্যপ্রযুক্তি

জর্জিয়ায় জয়ী হলেন ডেমোক্র্যাট প্রার্থী রাফেল ওয়ার্নক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২২ ৬:০৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এবার জর্জিয়ায় দ্বিতীয় দফার ভোটে জয়ী হলেন ডেমোক্র্যাট প্রার্থী রাফেল ওয়ার্নক। রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়াকারকে পরাজিত করেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেনের অবশিষ্ট মেয়াদের জন্য সিনেটে তার দলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলেন তিনি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এই আসনে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওয়ার্নকের জয়ে জর্জিয়া ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি এরই মধ্যে একটি ভোটের যুদ্ধক্ষেত্রের রাজ্য হিসাবে চিহ্নিত হয়েছে।

রাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর, ওয়ার্নক তার প্রচারাভিযানে বলেছিলেন, ‘আমি জর্জিয়ার জনগণের জন্য কিছু করার জন্য যে কারো সঙ্গে কাজ করবো।’

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। জর্জিয়ায় ৯৯ শতাংশেরও বেশি ভোট গণনার পর বর্তমান ডেমোক্র্যাট সিনেটর রাফেল ওয়ার্নক তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হার্শেল ওয়াকারের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু এগিয়ে থাকলেও ওয়ার্নক ভোট গণনার শেষ পর্যায়েও সরাসরি জয়ের জন্য ৫০ শতাংশ ভোট পাননি। তাই জর্জিয়ার সিনেট আসনের নির্বাচন রানঅফ ভোটের দিকে যায়। এমন পরিস্থিতিতে ৬ ডিসেম্বর রানঅফ ভোট অনুষ্ঠিত হয় অঙ্গরাজ্যটিতে।

যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের ব্যালট ছিল না। এটি শুধু কংগ্রেসের নির্বাচন। যেটির দুটি অংশের মধ্যে একটি হলো হাউজ অব রিপ্রেজেনটেটিভ এবং অপরটি সিনেট। সংসদীয় এই ভোট প্রতি দুই বছর অন্তর অন্তর হয়। প্রেসিডেন্টের ৪ বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে হয় বলে এটিকে মধ্যবর্তী মেয়াদের নির্বাচন বলা হয়।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ - সারাদেশ