বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. Best Reviewed Dating Sites
  2. Crypto News
  3. dating and marrige
  4. Dating Game Rules
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. উপ-সম্পাদকীয়
  9. কৃষি ও প্রকৃতি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. চাকরি
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. তথ্যপ্রযুক্তি

ফেসবুকে কী লিখে গেছেন আত্মহত্যা করা প্রেমিক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২২ ১২:০১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমের কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর রায় নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে পৌরশহরের রাধানগর (সাহাপাড়া) এলাকায় নিজ ঘরে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অন্তর রায় ওই এলাকার পল্টু রায়ের ছেলে।

এদিকে গলায় ফাঁস দেওয়ার আগে রাত ২টার দিকে নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন অন্তর রায়। সেখানে তিনি প্রেমঘটিত বিষয় তুলে ধরেন।

অন্তর রায় তার ফেসবুক স্ট্যাটাসে  লিখেন— জীবনটা অনেক সুন্দরভাবে গুছাইতে চাইছিলাম। কিন্তু মনের মানুষকে না পাওয়া, ব্যর্থতা, আপন মানুষগুলোর ভুল বোঝা, চাপ লাগা, নিজের সম্মানে দাগ লাগা— সবকিছু মিলিয়ে আমি আর টিকে থাকতে পারলাম না।  মা-বাবা, বন্ধুবান্ধব, প্রিয় মানুষ, ভাইবোন, আত্মীয়স্বজন, যদি আমি কোনো ভুল করে থাকি তা হলে আমাকে মাফ করে দিবেন। এই পৃথিবী আমাকে বাঁচতে দিল না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আলবিদা।

আখাউড়া থানার ওসি বলেন, প্রেমের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন। তার প্রাথমিক সত্যতা মিলেছে। তবে পরিবার থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - সারাদেশ