শনিবার , ১৭ ডিসেম্বর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. dating and marrige
  2. Dating Game Rules
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশগ্রাম
  15. দেশজুড়ে

আ.লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা শুরু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২২ ১২:০৭ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শোভাযাত্রায় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন।  লোকে লোকারণ্য হয়ে গেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কসহ আশপাশের অন্য এলাকা।

শনিবার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়।শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। রাজধানীর পাশাপাশি সারা দেশে একসঙ্গে এই ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।

এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে আওয়ামী লীগ। সমাবেশ শেষে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন।

শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এত মানুষ হয়েছে, যে গুলিস্তান পার হয়ে গেছে। এ জন্য আমি গুলিস্তান থেকে মোটরসাইকেলে করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এসেছি।

শোভাযাত্রায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। বিভিন্ন সংগঠনের বিভিন্ন ইউনিট ব্যানার নিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। শোভাযাত্রায় অংশ নেওয়া ট্রাকে করেও নেতাকর্মীরা যাচ্ছেন। শোভাযাত্রায় দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে। বাজানো হচ্ছে নানান বাদ্য। নেচে-গেয়ে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছেন নেতাকর্মীরা।

এছাড়া শোভাযাত্রায় বড় বড় জাতীয় পতাকা নিয়েও অংশ নিয়েছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের হাতে হাতেও রয়েছে জাতীয় পতাকা। কেউ কেউ মাথায়-হাতে জাতীয় পতাকার আদলের ফিতা, ব্র্যান্ড বেঁধেছেন। অনেকে আবার লাল-সবুজের পোশাক পরেছেন।

শোভাযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

 

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

স্কুলে স্কুলে পাঠ্যপুস্তক সংকট, শিশুদের হাতে নিম্নমানের বই

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

বাবা হারানো বীথির পড়ালেখার দায়িত্ব নিলো উত্তরা ইউনিভার্সিটি

ইউএনওকেই দুষছেন ‘জনতার’ হাতে মার খাওয়া সাব-রেজিস্ট্রার

প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: মির্জা আজম

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের ঘটনায় হাসি-কান্নার আবেগ

ডান পায়ের পরিবর্তে বাম পা কাটা চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

প্রতিটি শিশুরই পরিপূর্ণ বিকশিত হওয়ার অধিকার আছে: স্পিকার

সপ্তাহে একদিন বিনা পয়সায় মামলা লড়ার আহ্বান প্রধান বিচারপতির