শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নেতাকর্মীদের ঢল উৎসবে পরিণত হয়েছে আওয়ামী লীগের সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২২ ৮:৪৯ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে সকাল থেকেই মিছিল নিয়ে সম্মেলন স্থল সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত শুরু করেন সারা দেশের নেতাকর্মীরা। দুপুর নাগাদ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিপুল উপস্থিতি সম্মেলন স্থলকে পরিণত করেছে উৎসবের ময়দানে।

আজ শনিবার সকাল দশটায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন। এর আগেই বিভিন্ন জেলা ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করেন সোরাওয়ার্দী উদ্যানে।

kalerkantho

সকাল নয়টায় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আওতাধীন দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের একটি বিশাল মিছিল উদ্যানে প্রবেশ করে। মিছিলের নেতৃত্ব দেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার।

দাউদপুর ইউনিয়নের মিছিলে অংশ নেন ৬২ বছর বয়সী মো. ইসমাইল। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘সাতাশি সাল থেকে আমি আওয়ামী লীগের সম্মেলনে আসি। আওয়ামী লীগ করতে আমার কোনোদিন কোনো পদ-পদবী লাগে নাই। আল্লাহ আরো হায়াত দিলে ভবিষ্যতেও আমি আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিব। ‘

ভোরের আলো ফোটার সাথে সাথে ভোলা, লক্ষীপুর, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের নেতাকর্মীরা বিশাল মিছিল সমেত সম্মেলনে যোগ দেন। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মো ইউসুফ আলী কালের কণ্ঠকে বলেন, ‘সম্মেলনে যোগ দিতে গতকাল রাতেই আমরা ঢাকায় পৌঁছেছিলাম। ভোর হতেই আমাদের নেতাকর্মীরা সম্মেলন স্থলে প্রবেশের জন্য উদগ্রীব ছিল, সম্মেলন ঘিরে তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ‘

kalerkantho

সম্মেলন শুরুর আগেই ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বড় বড় মিছিল সমেত যোগদেয় সোরাওয়ার্দী উদ্যানের সম্মেলন স্থলে। রাজধানীর লালবাগ থেকে মিছিল সমেত সম্মেলনে যোগদেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।

২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘২২ তম সম্মেলনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন। মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সে দিক নির্দেশনা অনুযায়ী কাজ করব। ‘

kalerkantho

এদিকে সোরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা। সন্মেলনস্থলের প্রবেশ দ্বারগুলোতে কয়েক ধাপের নিরাপত্তা তল্লাশিসহ সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

বিশ্বে প্রথম কফিমন্ত্রী হলেন পাপুয়া নিউগিনির জো কুলি

চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান, ইসি থেকে বেরিয়ে এলেন রিজভী

রাজশাহীতে স্টার সিনেপ্লেক্স উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি-ইসি সাক্ষাৎ পিছিয়ে ৯ নভেম্বর

কৃষিপণ্য নিয়ে ইউক্রেনের ওপর বেজার কেন ইউরোপের দেশগুলো

ভারত কনসার্ট দেখতে ধাক্কাধাক্কি, পদদলিত হয়ে প্রাণ গেলো ৪ শিক্ষার্থীর

২ বিভাগে বাড়তে পারে তাপমাত্রা, ৪ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

স্কুল ফিডিং বন্ধ প্রাথমিকে শিক্ষার্থী উপস্থিতি কমেছে ২০-৩০ শতাংশ

শুধু পয়সা খরচের জন্য প্রকল্প গ্রহণ আমি পছন্দ করি না: প্রধানমন্ত্রী

পোশাক রপ্তানির সম্ভাবনাময় গন্তব্য চীন: বিজিএমইএ সভাপতি