রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. Best Reviewed Dating Sites
  2. Crypto News
  3. dating and marrige
  4. Dating Game Rules
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. উপ-সম্পাদকীয়
  9. কৃষি ও প্রকৃতি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. চাকরি
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. তথ্যপ্রযুক্তি

নারীর ওপর বিধিনিষেধ, আফগানিস্তানে তিন বিদেশি সংস্থার কার্যক্রম স্থগিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ

সংস্থা তিনটি হলো কেয়ার ইন্টারন্যাশনাল, দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) ও সেভ দ্য চিলড্রেন।

সংস্থাগুলো আজ এক যৌথ বিবৃতিতে জানায়, ‘নারী কর্মীদের’ ছাড়া তারা কাজ চালাতে অক্ষম।

বেসরকারি সাহায্য সংস্থাগুলো নারীরা যেন তাদের জন্য কাজ শুরু করতে পারেন, সেই ‘দাবি’ জানায়।

নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করার কয়েক দিনের মধ্যে নতুন এ নির্দেশ জারি করে তালেবান। বলা হয়, নিষেধাজ্ঞা না মানলে সংস্থাগুলোর লাইসেন্স বাতিল করা হবে।

তালেবানের অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আবদেল রহমান হাবিব দাবি করেন, আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোয় কর্মরত নারী কর্মীরা পোশাক বিধি মানছেন না।

এ তিন সংস্থার প্রধানেরা বলেন, সংস্থাগুলো এখানকার নারীদের সহযোগিতা না পেলে ‘২০২১ সালের আগস্ট থেকে লাখো আফগানের প্রয়োজনে তাদের কাছে তারা যৌথভাবে পৌঁছাতে পারত না’।

তালেবানের নির্দেশ, এনজিওতে কাজ করতে পারবেন না নারীরা

তালেবান নির্দেশ দিয়েছে, আফগানিস্তানে দেশি ও বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) আর কাজ করতে পারবেন না নারীরা

বিবৃতিতে বলা হয়, ‘তালেবানের এ নির্দেশ শোনার পর আমরা আমাদের কার্যক্রম স্থগিত করেছি। দাবি করছি, আফগানিস্তানে আমাদের পরিচালিত জীবন রক্ষাকারী কর্মকাণ্ডে যাতে নারী ও পুরুষেরা সমানভাবে সহযোগিতা করে যেতে পারবে।’

জাতিসংঘের মানবিকবিষয়ক শীর্ষ সমন্বয়ক রমিজ অলকবারোভ বলেন, জাতিসংঘ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে চেষ্টা করছে। এটি ‘পুরো মানবিক সহায়তাকারী সম্প্রদায়গুলোর জন্য একটি লাল রেখা।’

এই কর্মকর্তা বিবিসিকে বলেন, তালেবান এনজিওগুলোয় দেশটির নারীদের কাজ করার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে জাতিসংঘ মানবিক সহায়তা বন্ধ করে দিতে পারে।

তবে তালেবান তাদের আদেশে আসলে কী বোঝাতে চেয়েছে, তা পরিষ্কার নয় বলে জানান রমিজ। কারণ হিসেবে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, তালেবানের স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘকে বলেছেন, সংস্থাটি তাদের স্বাস্থ্যসংক্রান্ত কাজ চালিয়ে যেতে পারবে এবং ‘নারীরাও এ–সংক্রান্ত কাজ চালিয়ে যেতে পারবেন’।

অন্য মন্ত্রীরা জাতিসংঘের সঙ্গে সরাসরি কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা এলাকায় এবং জরুরি অবস্থার ক্ষেত্রে কাজ চালিয়ে যেতে হবে।

‘আফগানিস্তান নারীদের জন্য দেশ নয়, বরং একটি খাঁচা’

‘আফগানিস্তান নারীদের জন্য দেশ নয়, বরং একটি খাঁচা’

এনআরসির সেক্রেটারি জেনারেল জ্যান এগল্যান্ড বলেন, প্রায় ৫০০ সাহায্যকারী সংস্থায় ১ হাজার ৪০০ নারী কর্মী রয়েছেন। তাঁরা ‘সব প্রথাগত মূল্যবোধ, পোশাকবিধি, চলাফেরা নিময় মেনে চলে। এবং অফিসেও ছেলে-মেয়েরা আলাদাভাবে’ কাজ করছিলেন।

জ্যান এগল্যান্ড আশা করেন, কয়েক দিনের মধ্যেই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। না হলে এনজিওগুলোর কাজ বন্ধ হয়ে গেলে লাখো মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গ্যালারির চেয়ার তুলে পাকিস্তানি সমর্থকদের ওপর হামলা আফগানদের

হানিফ সংকেতের জন্মদিন আজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার, ক্ষতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা

ঢাকা জেলা পরিষদ বিপুল ব্যয়ের ভবনটি খালি পড়ে আছে, নথি গায়েব

মুসল্লি রুকু-সেজদা দিতে না পারলে কী করবেন?

এক লাখ ছয় হাজার কোটি টাকার ৬৯০ অডিট আপত্তি সংসদে

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত

চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ সালেহ আহমেদের পরিবারকে ৬০ লাখ টাকা দিতে রুল

বেলারুশ নিয়ে নতুন উদ্বেগ, সীমান্তে প্রতিরক্ষা জোরদার করল ইউক্রেন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি