বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. Best Reviewed Dating Sites
  2. Crypto News
  3. dating and marrige
  4. Dating Game Rules
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. উপ-সম্পাদকীয়
  9. কৃষি ও প্রকৃতি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. চাকরি
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. তথ্যপ্রযুক্তি

বৃহস্পতিবার শুরু হচ্ছে ১০ দিনব্যাপী সিটি আইটি মেগা ফেয়ার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২২ ৫:৫০ পূর্বাহ্ণ

দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। মেলার আয়োজন করেছে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি)।

রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটিতে ১০ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। এবারের মেলার স্লোগান ‘প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে’।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিসিএস কম্পিউটার সিটিতে এক সংবাদ সম্মেলন এতথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এএল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী), সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিটিআইটি মেগা ফেয়ার ২০২২-এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২২’ মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের ৬টির (আসুস, ডেল, গিগাবাইট, এইচপি, লেনেভো এবং লজিটেক) প্যাভিলিয়ন থাকবে। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ছাড়াও পার্টিসিপেন্ট হিসেবে স্টল থাকবে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান স্টারগেট কমিউনিকেশন লিমিটেড, সিকিউরিটি ডিভাইস শিমো, কন্সালটেন্সি ফার্ম এএইচজেড অ্যাসোসিয়েট এবং বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার বিশ্বমানের দোয়েল ল্যাপটপ। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে এমএসআই’র সৌজন্যে গেমিং কম্পিটিশন, এক্সপি-পেনের সৌজন্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, টেন্ডা রাউটারের সৌজন্যে ফটোগ্রফি কম্পিটিশন সহ নানা আয়োজন।

বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এএল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) বলেন, দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ উপলক্ষে মার্কেটজুড়েই থাকবে নানা ধরনের অফার-মূল্যছাড়। স্পন্সর প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের বাড়তি সুবিধা দেবে। ১০ দিন ধরে চলবে এই আয়োজন। আয়োজন সফল করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সিটিআইটি মেগা ফেয়ার-২০২২ এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, এবারের মেলায় শিক্ষার্থীরা প্রাধান্য পাবেন। এছাড়া মেলায় থাকছে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য গেমিং প্রতিযোগিতা, বেস্ট পিসি বিল্ডারর্স প্রতিযোগিতা, র‌্যাফেল ড্রসহ আরও অনেক আয়োজন।

‘মেট্রোরেলের গতিতে কেনাকাটা হবে তুড়িতে’ বিষয়টি মাথায় রেখে মেলা চলাকালীন ক্রেতাদের জন্য থাকছে সব পণ্যের ওপর আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার। এছাড়া দর্শনার্থীদের জন্য রয়েছে র‌্যাফেল ড্র’র মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা প্রতিদিন সকাল ১০টায় থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আসুস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ, গিগাবাইট টেকনোলজি কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, লেনেভো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রিজিওনাল চ্যানেল ম্যানেজার (বাংলাদেশ) হাসান রিয়াজ জিতু এবং লজিটেকের হেড অব চ্যানেল ম্যানেজমেন্ট আরিফুল ইসলাম চৌধুরী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বিসিএস কম্পিউটার সিটির সদস্য, ব্যবসায়ী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ