বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. Best Reviewed Dating Sites
  2. dating and marrige
  3. Dating Game Rules
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. উপ-সম্পাদকীয়
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশগ্রাম

ভারতে নাকের কভিড টিকা গ্রহণে সতর্কতা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ

বুস্টার ডোজ নেওয়া ব্যক্তিদের নাকের কভিড টিকা গ্রহণ করার বিষয়ে সতর্ক করেছেন ভারতের করোনা টিকা বিষয়ক টাস্কফোর্সের প্রধান এন কে অরোরা। গত সপ্তাহেই ইনকোভ্যাক নামক টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত।

এন কে অরোরা বলেন, ‘এটি (নাকের মাধ্যমে নেওয়া টিক) বুস্টার হিসেবে সুপারিশ করা হচ্ছে। তাই এরই মধ্যে যারা বুস্টার ডোজ নিয়েছে তারা এই টিকা গ্রহণ করতে পারবে না।

বিষয়টি স্পষ্ট করতে এন কে অরোরা বলেন, ‘মনে করুন, কেউ চতুর্থ ডোজ হিসেবে এই টিকা নিল। তখন একই ধরনের টিকা নেওয়ার কারণে ওই ব্যক্তির শরীর টিকায় সাড়া দেওয়া বন্ধ করে দিতে পারে বা কম সাড়া দিতে পারে। আর এ কারণে এ ধরনের টিকা ছয় মাস পর পর দেওয়া হয়। নাকের টিকা তার আগেই নিলে কোনো উপকারে আসবে না। ’

নাকের টিকার বিশেষ দিক তুলে ধরে টাস্কফোর্সের প্রধান অরোরা বলেন, এই টিকা প্রবেশ করে শ্বাসযন্ত্রের সাহায্যে। টিকা নেওয়ার পর নাক ও মুখ এমন বাধা সৃষ্টি করে, যাতে করোনাভাইরাস সহজে দেহে প্রবেশ করতে না পারে। এ টিকা শুধু কভিড নয়, শ্বাসযন্ত্রের মাধ্যমে শরীরে ঢোকা অন্যান্য ভাইরাস ও সংক্রমণ থেকেও সুরক্ষা দেবে।

১৮ বছরের বেশি বয়সী যে কেউ এই নাকের টিকা গ্রহণ করতে পারবে। নাকে মোট ০.৫ মিলি গ্রাম ড্রপ নিতে হবে। সূত্র : এনডিটিভ

সর্বশেষ - সারাদেশ