সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. dating and marrige
  2. Dating Game Rules
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশগ্রাম
  15. দেশজুড়ে

রাষ্ট্রপতির কাছে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (৩০ আগস্ট) বিকেলে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল।

এসময় চীনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, চীন বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার এবং বাণিজ্য-বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ।

পরে রাষ্ট্রপতির বক্তব্য তুলে ধরে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়নসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের সহযোগিতার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি আশা করেন আগামীতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। এসময় রাষ্ট্রপতি করোনা মোকাবিলায় সহায়তার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান।

জয়নাল আবেদীন আরও জানান, রাষ্ট্রপতি আশা করেন মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে দ্রুত সম্মানের সঙ্গে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে সে ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে চীন।

সাক্ষাৎকালে চীনের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ