সোমবার , ৩০ জানুয়ারি ২০২৩ | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. dating and marrige
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উপ-সম্পাদকীয়
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশগ্রাম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বড় জয়ে শীর্ষস্থান আরও পোক্ত করলো মাশরাফির সিলেট

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ

এক নম্বর জায়গাটি দখলে তো আছেই। বড় জয়ে শীর্ষস্থান আরও পোক্ত করলো সিলেট স্ট্রাইকার্স। খুলনা টাইগার্সকে আজ (সোমবার) ৩১ রানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।

দশম ম্যাচে এটি আট নম্বর জয় সিলেটের। তাদের প্লে-অফ বলতে গেলে নিশ্চিত। অন্যদিকে অষ্টম ম্যাচে খুলনার এটি ষষ্ঠ হার।

১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল করেন ১০ বলে ১২। এরপর শাই হোপ (২২ বলে ৩৩) আর আজম খানের (১৭ বলে ৩৩) ব্যাটে কিছুটা সময় লড়াই করেছে খুলনা।

তবে সেই লড়াই খুব বেশিদূর যায়নি। ২ উইকেটে ৭৪ থেকে ১৫ ওভার যেতেই ৭ উইকেটে ১২৪ রানে পরিণত হয় দলটি। ফলে শেষ ৫ ওভার খুলনার ব্যাটিং বলতে গেলে ছিল আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫৭ রান পর্যন্ত যেতে পেরেছে ইয়াসির আলি রাব্বির দল।

সিলেটের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুবেল হোসেন। তবে ৪ উইকেট পেলেও তিনি খরচ করেন ৩৭ রান। দুটি করে উইকেট নেন মোহাম্মদ আমির আর রেজাউর রহমান রাজা।

এর আগে নাজমুল হোসেন শান্ত (১২ বলে ৬) সুবিধা করতে পারলেন না। তবে আরেক ওপেনার তৌহিদ হৃদয় আর ওয়ান ডাউন জাকির হাসান ঝোড়ো ব্যাটিং করলেন। দুজনই খেললেন হাফসেঞ্চুরি ইনিংস। হৃদয়-জাকিরের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ১৯২ রানের বড় সংগ্রহ গড়লো সিলেট স্ট্রাইকার্স।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমেছিল সিলেট। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তারা তোলে ৪২ রান। তবে সেট হওয়ার পরই হাত খুলে খেলতে থাকেন হৃদয় আর জাকির।

দ্বিতীয় উইকেটে ১১৪ রানের বড় জুটি গড়েন এই দুজন। হৃদয় ৪৯ বলে ৯ বাউন্ডারির সাহায্যে করেন ৭৪ রান। ৩৮ বলে জাকিরের ৫৩ রানের ইনিংসে চারের চেয়ে ছক্কা দ্বিগুণ (২টি চার, ৪টি ছক্কা)।

শেষদিকে রায়ান বার্ল ১১ বলে ২২ আর থিসারা পেরেরা ৭ বলে ১৭ রানের ক্যামিওতে সিলেটকে ১৯২ রানের বড় সংগ্রহ পর্যন্ত নিয়ে যান।

খুলনার মার্ক দয়াল ২ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪০ রান।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চালাকি করেছে জিম্বাবুয়ে! মাঠে নামলেই জয় পেতো দক্ষিণ আফ্রিকা?

অ্যাপে অশ্লীলতা ছড়িয়ে বিগো বাংলার পকেটে ১০৮ কোটি টাকা, পাচার ৭৯ কোটি

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ আটক ১

রুশ কূটনীতিকদের নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ

সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক নেতা আসিফ ‘নিখোঁজ’

‘যারা ৭ মার্চ পালন করে না তারা দেশের অস্তিত্ব স্বীকার করে না’

সাগরে ভেসে এলো ৩০ ফুটের অর্ধগলিত বিশাল এক তিমি

‘রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের চীননির্ভরতার বদল দরকার’

পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযো পটুয়াখালী প্রতিনিধি

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে পেছনে ফেললো শ্রীলঙ্কা