রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. Best Reviewed Dating Sites
  2. Crypto News
  3. dating and marrige
  4. Dating Game Rules
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. উপ-সম্পাদকীয়
  9. কৃষি ও প্রকৃতি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. চাকরি
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. তথ্যপ্রযুক্তি

সম্মাননা পেলেন কক্সবাজারের ১৫ নারী উদ্যোক্তা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৫:৫০ পূর্বাহ্ণ

কক্সবাজারের নারী উদ্যোক্তাদের সম্মাননা দিয়েছে গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার অব বাংলাদেশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের অভিজাত হোটেল বে-বসতি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এ বছর বর্ষসেরা উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন কায়রা’স ফিউশনের স্বত্বাধিকারী নাসরিন সুলতানা এ্যানি। এছাড়াও বর্ষসেরা উদ্যোক্তা কক্সবাজার হয়েছেন পোশাকের স্বত্বাধিকারী শাহানা চুমকি , নবীন উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন কুকিজ’র স্বত্বাধিকারী তাসনোবা করিম ও পিউর’র স্বত্বাধিকারী মোর্শেদা ডলি, বেস্ট সেইলর নির্বাচিত হয়েছেন হেমা বুটিকসের স্বত্বাধিকারী হেমা বড়ুয়া এবং বর্ষসেরা রাঁধুনি হয়েছেন রসনা বিলাস ট্রাস্টের ফাইজা জাফর।

jagonews24

এছাড়া আয়েশা সিদ্দিকা কুসুম, রিজুয়ানা কবির চৌধুরী রিমা, রিয়া চৌধুরী, ইয়াসমিন আক্তার, রওনক আরা, ইফরাত ইরা, তাসনোবা করিম, তাজরিয়ান পারুল, সেলিনা হক ও রাহেলা সিদ্দিকী খুশবুকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে ।

আজীবন সম্মাননা দেওয়া হয় সংরক্ষিত আসনের এমপি কানিজ ফাতেমা আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে।

গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার অব বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরীন জাহান ইফতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্দেশ চৌধুরী খোকা ও জাকিয়া সুলতানা আলো। এতে প্রায় শতাধিক নারী অংশ নেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত