সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. dating and marrige
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উপ-সম্পাদকীয়
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশগ্রাম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ক্ষুধার তাড়নায় দুই সন্তানকে আটকে রাখেন মা, দায়িত্ব নিলো পুলিশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ

৩৫ বছর বয়সী এক নারী ১০ বছরের দুই যমজ সন্তান নিয়ে থাকতেন রাজধানীর উত্তরায়। ১০ বছর আগে যমজ এ দুই শিশু গর্ভে থাকা অবস্থায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় এ নারীর। বছর তিনেক আগে মারা যান তার বাবা। পরে তার মাও চলে যান ছোট ভাইয়ের বাসায়। বাবার রেখে যাওয়া সামান্য টাকা দিয়ে কোনোমতে তিন বছর পার করেন ওই নারী।

জানা গেছে, ওই নারীর চার ভাই। ছোট ভাই বিসিএস (রাজস্ব) কর্মকর্তা। এ ভাইয়ের সঙ্গে বনানীর বাসায় থাকেন ওই নারীর মা। আরেক ভাই শ্যামলীতে, আরেকজন থাকেন কানাডায়। আর বড় ভাই চাকরির সুবাদে থাকেন খুলনায়। অথচ তারা কেউই খোঁজ রাখছিলেন না স্বামীহীন ওই নারীর।

সম্প্রতি ক্ষুধার তাড়নায় উচ্চ শব্দে কান্না করছিল ১০ বছর বয়সী যমজ দুই মেয়ে। কিন্তু অসহায় মা খাবার জোগাড় করতে ব্যর্থ হচ্ছিলেন। লোকলজ্জার ভয়ে দুই মেয়েকে ফ্ল্যাটের একটি কক্ষে আটকে রেখেছিলেন ৩৫ বছর বয়সী অসহায় মা।

Police-HUminity1.jpg

ওই মা নিজেও ক্ষুধার তাড়নায় অচেতন হয়ে পড়লে এভাবেই কেটে যায় তিনদিন, তিন রাত। গত ৪ ফেব্রুয়ারি ওই দুই শিশুর চিৎকার করে কান্নার শব্দ শুনতে পায় টহল পুলিশ।

পরে ওই ফ্ল্যাটে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মা ও মেয়েকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করে পুলিশ। এখন তারা সুস্থ হয়ে উঠেছে। আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি বাড়িতে। শনিবার (৪ ফেব্রুয়ারি) মা ও দুই মেয়েকে উদ্ধার করা হয়। উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, খাওয়া-দাওয়া না করায় তারা সবাই ফ্ল্যাটের ভেতর অসুস্থ হয়ে পড়েছিল। অনাহারে থাকতে থাকতে তাদের এ অবস্থা হয়েছে। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসাসহ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ জানায়, ১০ বছর আগে যমজ দুই শিশু মায়ের গর্ভে থাকা অবস্থায় ভুক্তভোগী নারীর সঙ্গে স্বামীর বিচ্ছেদ হয়। এসময় স্বামী গর্ভে থাকা সন্তানদের থাকার জন্য উত্তরার ওই ফ্ল্যাট দেন। এরপর ওই নারী তার বাবা-মাকে নিয়ে ওই ফ্ল্যাটে ওঠেন। এর মধ্যেই জন্ম নেয় যমজ দুই মেয়েশিশু। তিন বছর আগে মারা যান ওই নারীর বাবা। এরপর তার মাও চলে যান তার ছোট ভাইয়ের বাসায়। বাবার রেখে যাওয়া সামান্য টাকা দিয়ে কোনোমতে এ তিন বছর পার করেন ওই নারী। অতঃপর ক্ষুধার জ্বালায় অচেতন হয়ে পড়া অবস্থায় ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হলেন ওই নারী।

Police-HUminity1.jpg

পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে, ভুক্তভোগী নারীর বাড়ি নোয়াখালী। তার বাবা মারা গেছেন। পেশায় ছিলেন আইনজীবী। ওই নারীর চার ভাই। ছোট ভাই বিসিএস (রাজস্ব) কর্মকর্তা। এই ভাইয়ের সঙ্গে বনানীর বাসায় থাকেন ওই নারীর মা। আরেক ভাই শ্যামলীতে, আরেকজন কানাডায়। বড় ভাই চাকরির সুবাদে থাকেন খুলনায়। অথচ তারা কেউই খোঁজ রাখছিলেন না স্বামীহীন ওই নারীর।

পরিদর্শক তদন্ত মুজাহিদুল ইসলাম বলেন, অচেতন অবস্থায় একটি কক্ষে পড়েছিলেন মা। পাশের কক্ষে আটকে রাখা হয়েছিল দুই সন্তানকে। বাসায় আসবাব বলতে শুধু একটি খাট রয়েছে। রান্নাঘরে গিয়ে মনে হয়েছে এক মাস বাসায় কোনো রান্না হয়নি।

উদ্ধার নারীর কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে ওই নরীর। পরে যমজ দুই মেয়ে শিশু জন্ম নেয়। এরপর শিশু দুটি নিয়ে উত্তরায় বাবা-মায়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগে ওই শিশুদের বাবার দেওয়া ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন ওই নারী। তিন বছর আগে ওই নারীর বাবা মারা যান। এরপর ভাইয়েরা আর তার খোঁজ রাখেননি। যদিও ঢাকা শহরেই বাস করেন ওই নারীর দুই ভাই। যাদের একজন বিসিএস কর্মকর্তা।

পুলিশ ওই নারীর স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, তার বাবার রেখে যাওয়া সামান্য টাকায় দুই সন্তান নিয়ে কোনোমতে চলছিল তার সংসার। সেই টাকা এক সময় শেষ হয়ে গেলে অর্থাভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় শিশু দুটির। তাদের বয়স এখন ১০ বছর। আর ঘটনার শুরু ১০ বছর আগেই। শুধু পড়াশোনা বন্ধ হওয়াই নয়, বিল পরিশোধ না করায় ফ্ল্যাটের বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ তিন মাস আগে কেটে দেওয়া হয়।

এ অবস্থায় খাবার কেনার টাকা নেই ওই নারীর কাছে। ক্ষুধার কষ্টে দুই মেয়ে গত বুধবার কান্না শুরু করে। অসহায় মা সহ্য করতে না পেরে সন্তানদের একটি কক্ষে আটকে রাখেন।

পুলিশ পরিদর্শক তদন্ত মুজাহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী ও তার দুই সন্তানকে হাসপাতালে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখন তারা আগের চেয়ে ভালো আছেন। তার ভাইদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা ধরা দিতে চাচ্ছেন না। বিষয়টি এড়িয়ে যেতে চাচ্ছেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বরিশালে খেলাঘরের শিশু সমাবেশে মেয়র ‘আজকের শিশুরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করবে’

৩০০ প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুট, চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪

পোশাক রপ্তানির সম্ভাবনাময় গন্তব্য চীন: বিজিএমইএ সভাপতি

সারাদেশে ঝড়-বৃষ্টির আভাস, দুদিনে আরও বাড়তে পারে

নির্মাণ-কাঠ-বৈদ্যুতিক পণ্যের তিনদিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

দেড় লক্ষাধিক মানুষকে শীতবস্ত্র দিলো যুবলীগ

দিবাযত্নকেন্দ্রে হামলার পর স্ত্রী-সন্তানকেও হত্যা করে হামলাকারী

৩৫ ঘণ্টা পর চবিতে ছাত্রলীগের একাংশের অবরোধ প্রত্যাহার

ইসরায়েলে সিনাগগে হামলার ঘটনায় গ্রেফতার ৪২

প্রবাসীকে নির্যাতন, ডিবির দুই সদস্য ক্লোজড