সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বিচারপতি নাঈমা হায়দার সংসার ভাঙার পর সন্তানরা হয়ে যায় ‘পিংপং’ বলের মতো

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৬:২২ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাঈমা হায়দার বলেন, বাবা-মা যখন সিদ্ধান্ত নেন সংসার করবেন না, তখন সন্তানরা ‘পিংপং’ বলের মতো এক কোর্ট থেকে আরেক কোর্টে ঘুরতে থাকেন। এতে ক্ষতি হয় সন্তানের।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আলোচনা অনুষ্ঠানে এসব বলেন তিনি। আলোচনায় নিম্ন আদালতের বিচারকরা পারিবারিক আদালতের প্রয়োজনীয় সংস্কার করার আহ্বান জানান।

আলোচনায় বক্তারা বলেন, উপমহাদেশের সংস্কৃতিতে বিয়ে একটি পবিত্র বন্ধন। কিন্তু সুখের সংসার মুহূর্তেই শত্রুতায় পরিণত হয় যখন দুপক্ষ আর সংসার করতে চান না। শত্রুতা শেষ পর্যন্ত এমন পর্যায়ে দাঁড়ায়, কেউ কারও ছায়াও মারাতে চান না। একপর্যায়ে ঠুকে দেওয়া হয় মামলা।

সংসার ভাঙার পর সন্তানরা হয়ে যায় ‘পিংপং’ বলের মতো

পারিবারিক আদালতের বিচারকরা বলেন, স্বামী-স্ত্রীর মাঝে মামলা যেটাই হোক দেনমোহর দিতেই হবে। এছাড়া শিশুদের বক্তব্য লিখিতভাবে নেওয়ার সময় এসেছে। কারণ দুপক্ষই সন্তানদের ভুল বুঝিয়ে থাকেন।

এক বিচারক বলেন, সিআরসি মোতাবেক আমরা সন্তানদের মতামত খাস কামরায় শুনি। এই মতামত যদি লিখিত আকারে আসে, তাহলে সেটা আপিল কোর্টে গিয়ে আর পাল্টে যাবে না।

সর্বশেষ - দেশজুড়ে