শুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

জনবিচ্ছিন্ন সরকার জনআতঙ্কে ভুগছে: প্রিন্স

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

সরকার জনবিচ্ছিন্ন হয়ে জনআতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ‘গণআন্দোলনে, গণজোয়ারে জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকার এতটাই ভীত হয়েছে যে, পদযাত্রার মতো শান্তিপূর্ণ কর্মসূচিকেও সহ্য করতে পারছে না। সরকারের সীমাহীন ব্যর্থতা, অযোগ্যতা, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠেছে। সরকার সৃষ্ট জনদুর্ভোগে মানুষ দিশেহারা।’

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে এমরান সালেহ প্রিন্স শনিবারের পূর্বঘোষিত ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা বাধাগ্রস্ত করতে দেশজুড়ে নতুন করে গণগ্রেফতার ও হয়রানি শুরু করেছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘গতরাতে ঢাকার জুরাইন থেকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া সারাদেশে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

প্রিন্স বলেন বলেন, সরকার দেশ-বিদেশে মুখে বলছে, বিরোধী দলের কর্মসূচি পালনে কোনো বাধা নেই। অথচ প্রতিটি কর্মসূচির আগে গ্রেফতার, মামলা, হামলা ও পাল্টা কর্মসূচি দিয়ে বাধা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। হামলাবাজ, মামলাবাজ সরকারের দমন-নিপীড়ন উপেক্ষা করে প্রতিটি কর্মসূচি সফল করে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ যেভাবে আন্দোলন এগিয়ে নিয়ে এসেছেন, এভাবে আগামীকালের ইউনিয়ন পদযাত্রাসহ অন্যান্য কর্মসূচিও সফল করা হবে।’

সর্বশেষ - দেশজুড়ে