রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

৫ দিন ছেলেকে দুহাতে আঁকড়ে ছিলেন মা!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

হাসপাতালের বেডে ঘুমিয়ে আছে ৯ বছর বয়সি রিদভান। হাত-পাসহ বিভিন্ন অংশ থেঁতলে গেছে। পানিশূন্য হয়ে গেছে শরীর। ঠান্ডায় জমাট বাঁধা প্রাণ যায় যায় অবস্থা।

ভূমিকম্পের পাঁচ দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে তাকে। জীবিত উদ্ধার হওয়ার পর খুশির বন্যা বয়ে গেছে উদ্ধারকারীদের মাঝে। তবে গল্পটা করুণ।

চাপা পড়ে থাকা রিদভানকে দুই হাত দিয়ে বুকে আঁকড়ে ধরেছিলেন মা! তবে এখন তার মা আর পৃথিবীতে নেই। দীর্ঘ ২৪ ঘণ্টা আপ্রাণ চেষ্টা করেও উদ্ধারকারীরা বাঁচাতে পারেননি তাকে।

তুরস্কের জাতীয় বিপর্যয়ে এমন অসংখ্য পরিবারের ট্র্যাজেডি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে৷

তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  এরপর আরও কয়েকটি ভূমিকম্প অনুভূত হয় দেশ দুটিতে। ওই দুই দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ হাজার ছুঁই ছুঁই।

এর মধ্যে তুরস্কে ২৪ হাজার ৬১৭ জন আর সিরিয়ায় সাড়ে ৪ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। দেশ দুটির সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথের দাবি, ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। অর্থাৎ ৫০ হাজার ছাড়াতে পারে।

সূত্র: স্কাই নিউজ

 

সর্বশেষ - দেশজুড়ে