মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রাজবাড়ীতে গোলাপ ২০০ টাকা পিস!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৭:৪৫ পূর্বাহ্ণ

বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে রাজবাড়ীতে ফুলের চাহিদা বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি চাহিদা গোলাপের। প্রতিপিস গোলাপ প্রকারভেদে ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী শহরের বড়পুল ও পান্নাচত্বর এলাকার ফুলের দোকান ঘুরে এমন চিত্র দেখা যায়।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিপিস দেশি গোলাপ প্রকারভেদে ৩০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে একেকটি থাই গোলাপ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। পাশাপাশি রজনীগন্ধা, জারবেরা, টিউলিপসহ অন্যান্য ফুলের দামও কয়েকগুণ।

jagonews24

ক্রেতা রবিউল বলেন, ফুলের দাম অনেক বেশি। এত দামে ফুল কিনতে আমাদের মতো শিক্ষার্থীদের একটু সমস্যা হচ্ছে।

আরেক ক্রেতা নয়ন মিয়া বলেন, আজ বিশেষ দিন। আমার বিশেষ মানুষকে একটি গোলাপ উপহার দেবো। তবে এবছর দাম অনেক বেশি।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/raj-2-20230214132227.jpg

নুপুর ফুল স্টোরের মালিক হাবিবুর রহমান বলেন, বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ছয় লাখ টাকার ফুল সংগ্রহ করেছেন। সবচেয়ে বেশি এনেছেন গোলাপ। এবার দাম বেশি হলেও বেচাবিক্রি ভালো। সবমিলিয়ে আট লাখ টাকার ফুল বিক্রির আশা করছেন তিনি।

রাজবাড়ী ফুলঘরের মালিক কালাম মণ্ডল। তার দোকানে লাল গোলাপের পাশাপাশি হলুদ ও সাদা গোলাপ আছে। প্রতিপিস থাই গোলাপ বিক্রি করছেন ২০০ টাকা।

তিনি বলেন, পাঁচ হাজার গোলাপসহ প্রায় দেড়লাখ টাকার ফুল কিনেছি। আশা করছি সব ফুল বিক্রি হয়ে যাবে।

সর্বশেষ - আইন-আদালত