সংগীতশিল্পী লুনা আক্তারের প্রথম একক অ্যালবামের প্রচারণা অনুষ্ঠান হয়েছে ১২ ফেব্রুয়ারি। রাজধানীর মোহাম্মদপুরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যালবামটির শিরোনাম ‘উহান সুখি’।
অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী লুনা আক্তার জানান, ‘উহান সুখি’ মূলত আদিবাসী ঘরানার একটি গান। এই গানের শিরোনামেই অ্যালবামের নামকরণ করা হয়েছে। তিনি আরও বলেন যে, প্রায় দুই দশকের বেশি সময় দেশের বাইরে থাকলেও শৈশবে শেখা গান নিয়ে তার আগ্রহ ছিল বরাবরই। গান শিখেছেন বুলবুল ললিতকলা একাডেমিতে কিন্তু বিদেশে পাড়ি জমানোর কারণে গানে ভাটা পড়ে।
লুনা আক্তার বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ‘পাবলিক সেফটি ডিপার্টমেন্ট’-এ কর্মরত আছেন। কর্ম ব্যস্ততার কারণে গান নিয়ে কাজ করতে না পারলেও চর্চা রেখেছিলেন এবং এবার তিনি দেশে এসে নিজের মৌলিক গানের অ্যালবাম প্রকাশ করলেন।
শিল্পী লুনা আক্তার আশা করছেন তার গানগুলো অবশ্যই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। তার গান দিয়ে তিনি বাংলা ভাষা এবং গানকে বাংলাদেশের বাইরেও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চান। অ্যালবামের গানগুলোর সংগীত পরিচালনা করেছেন শিল্পী ও সংগীত পরিচালক দুর্জয় ফেরদৌস।
দুর্জয় ফেরদৌস গানটি প্রসঙ্গে বলেন, কথা-সুর ও সংগীতায়োজন সব মিলিয়ে গানগুলোতে ভিন্নতা রাখার চেষ্টা করেছি। যা শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করি। অ্যালবামের প্রকাশনার তারিখ নির্ধারণ করা না হলেও, খুব শিগগির তা ঘোষণা করা হবে বলে শিল্পী জানিয়েছেন।