চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি অফিসে হামলা-ভাঙচুরের ঘটনার মামলায় জামিন মেলেনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞার আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। জামিন শুনানির সময় মামুনুলকে আদালতে হাজির করা হয়নি।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২১ সালের মার্চ মাসে হাটহাজারী ভূমি অফিসে হামলার ঘটনায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় মামুনুল হককে আগেই শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। ওই মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তিনি জেলা ও দায়রা জজ আদালতে মিচ মামলার মাধ্যমে জামিন আবেদন করেন। আদালত শুনানি থেকে তার জামিন নামঞ্জুর করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ২৬ মার্চ হাটহাজারী উপজেলা ভূমি অফিসে হামলা চালায় হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এ ঘটনায় ভূমি অফিসের নাজির একরামুল হক সিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০-২৫০ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে শ্যোন অ্যারেস্ট দেখায় হাটহাজারী থানা পুলিশ।