শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

হঠাৎ নিজের বিয়ের খবর জানালেন স্বরা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৫:১১ পূর্বাহ্ণ

বলিউডে এখন কান পাতলেই একের পর এক বিয়ের খবর শোনা যাচ্ছে। কয়েকদিন আগে ভারতের জাতীয় দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড তারকা আথিয়া শেঠি। এরই মধ্যে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের দুই তারকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। জানা গেছে, চলতি বছর আরও বেশ কয়েকজন বলি তারকা বিয়ের পিঁড়িতে বসছেন।

এরই মধ্যে হঠাৎ শোনা গেল অভিনেত্রী স্বরা ভাস্কর বিয়ের পিঁড়িতে বসেছেন। বর ভারতের সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ।

jagonews24

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) টুইটারে এ খবর নিজেই জানান স্বরা। নিজের টুইটার ও ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে সুখবরটি নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

ভিডিওতে জানা যাচ্ছে, চলতি বছর ৬ জানুয়ারি আইনিভাবে বিয়ে সেরে ফেলেছেন স্বরা ভাস্কর।

jagonews24

ওই ভিডিওর ক্য়াপশনে স্বরা লেখেন, কখনো কখনো আপনি এমন কিছু খুঁজছেন যা আপনার পাশে ছিল। আমরা প্রেম খুঁজছিলাম, কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব পেয়েছি। এবং তারপরে আমরা একে অপরকে পেয়েছি! আমার হৃদয়ে স্বাগত তোমাকে ফাহাদ আহমদ।

jagonews24

এ ক্যাপশনে বোঝা-ই যাচ্ছে স্বরা-ফাহাদ প্রেম করে বিয়ে করেছেন। স্বরার বিয়ের খবর শুনে তার ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি তাদের নতুন জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করছেন।

সর্বশেষ - আইন-আদালত