শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বিয়েতে রাজি নেই, বাবাকে ছুরিকাঘাত মেয়ের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৫:২৩ পূর্বাহ্ণ

রংপুরের পীরগাছায় মেয়ের ছুরিকাঘাতে ফজল মাহমুদ (৫০) নামের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তালুক ইশাত দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ফজল মাহমুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রংপুর আরআরএফ পুলিশে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) ফজল মাহমুদের মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এ বিয়েতে রাজি ছিলেন না এইচএসসি পড়ুয়া মেয়ে ফারজানা আক্তার। রাত সাড়ে ১০টার দিকে তার কক্ষে ডেকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন ফজল মাহমুদ। পরে মেয়ের বিয়ের গাড়িতে করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফারজানাকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) মো. কামরুজ্জামান বলেন, ফারজানাকে রাতেই আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বশেষ - আইন-আদালত